ফতুল্লায় কাভার্ডভ্যান ও মিশুক মুখোমুখি সংঘর্ষে নিহত-২
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারী চালিত অটো রিকশা (মিশুক) এর সাথে মুখোমুখি সংঘর্ষে মিশুকের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় মিশুক চালক গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। তারা শহরের টানবাজার সুতার গলিতে লেবারের কাজ করেন।
শনিবার (১৯ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমেনা গামেন্টস সংলগ্ন এলাকায় এ দূর্ঘনা ঘটে।
এদিকে এলাকাবাসী চালক রাসেল (৩৫) সহ কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত আফাজ উদ্দিন ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে আব্বাস উদ্দিন।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান জানান, দূর্ঘটনা আটক করা হয় চালক সহ কাভার্ডভ্যান যার নং (ঢাকা মেট্রো-ন-১৭-৭৯৬২)। মিশুকের দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় তাদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন থানা পুলিশকে অবগত না করে লাশ বাড়িতে নিয়ে যায়। দূর্ঘটনার পর এলাকাবাসী চালক সহ গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরো জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার ইচ্ছে পোষন করলে তাদের কাছ থেকে লিখিত আইনগত ব্যবস্থা নেয়া হবে।