নড়াইলে বঙ্গবন্ধু ফুটবল লীগের উদ্বোধনী খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রের শুভ সূচনা
ফরহাদ খান, নড়াইল: নড়াইলে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় দাপুটে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মির্জাপুর পথিকৃত সংসদকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
খেলার প্রথমার্ধে কাজল ও ইরানের দেয়া দুই গোলে এগিয়ে থাকে শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয়ার্ধেও শেখ রাসেলের খেলোয়াড়রা নান্দনিক ফুটবল খেলেন। এ সময় জনি ও ইব্রাহিম আরো দু’টি গোল করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, খেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এনডিসি জাহিদ হাসান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্নু, সহ-সভাপতি সৈয়দ তরিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃষ্ণপদ দাস, সদস্য আজিজুল ইসলামসহ ক্রীড়াপ্রেমীরা। খেলা পরিচালনা করেন শামীম আকবর খান। বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে ১২টি দল অংশ নিচ্ছে।