সোর্স, চোর অতঃপর নেতা !

সোর্স, চোর অতঃপর নেতা !

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা ২৪.কম: আশরাফুল ইসলাম রোমান, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার নূরুল আমিনের ছেলে। বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক! যিনি একাধারে জাতীয় যুব সংহতি বন্দরের আহবায়ক! বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ পশ্চিম আঞ্চলিক শাখার সভাপতি পদে নিজেকে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। এ যাবতীয় সংগঠনের নামে ব্যানার ফেস্টুনে সয়লাভ করেছেন বিভিন্ন সড়কের মোড় এবং নিজের ফেসবুক একাউন্ট। অথচ কিছুদিন আগে তিনি চুরির দায়ে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতার হয়েছিলেন মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা হিসাবে। তিনি এখন নেতা এবং মানবাধীকার কর্মী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পার্টী ও আওয়ামী লীগের শীর্ষ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক ছবি। যাকে দেখলে যে কেউ ভাবতে পারে তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত এবং ত্যাগী নেতা। অথচ কিছুদিন পূর্বেও তিনি নিজেকে কখনো পুলিশ কর্মকর্তা, কখনো নিজেকে পরিচয় দিয়েছে আইনজীবী হিসাবে।

জানা যায়, ২০১৭ সালের ১৭ মার্চ বন্দর ইসলামপুর ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম রুমানকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময়ে তার কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এবং জব্দ করা হয় তার নিজ নামে আইনজীবী ও পুলিশের ভিজেটিং কার্ড।

ডিবি পুলিশ রিমান্ডে নিলে তার দেয়া স্বীকারোক্তিতে জেলার পৃথক দুইটি স্থান থেকে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেরের মধ্যে আছে একটি এফ জেট, একটি এপাচি, একটি ফেজার।

তৎকালিন ডিবির ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম জানিয়েছিলেন জানান, আশরাফুল ইসলাম রোমান নিজেকে পুলিশের লোক আবার কখনও আইনজীবী পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেল বিক্রি করত। বিগত সময় আশরাফুলের সহযোগিদের গ্রেফতার করা হলেও সে পালিয়ে যায়।

এ ব্যপারে রোমান এর কাছে জানতে চাইলে প্রেসবাংলাকে তিনি বলেন, জাতীয় যুবসংহতি বন্দর থানার কমিটিটি বিলুপ্ত করা হয়েছে আর মানবাধিকার কমিটিটি নিয়ে একটু ঝামেলা হয়েছে আপাতত স্যারে কমিটি টি স্থগিত রাখছে । ২০১৭ সালে আমাকে হয়রানীমূলক  মামলাটি দেয়া হয় কিন্তু ২০১৮ সালে মামলাটি শেষ হয়ে গেছে।

বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান স্মৃতি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ সম্পাদক ছিলাম কিন্তু লিমন ভাইয়ের আন্ডারে যে কমিটিগুলো হয়েছে তা এখন বন্ধ করে দিছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com