সদর উপজেলাকে হারিয়ে সিটি কর্পোরেশনের জয়

প্রেসবাংলা ২৪.কম:

বালক ২/০ এবং বালিকা ৫/০ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (১৭ জুন) নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে এ খেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০-২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০-২১ ফাইনাল খেলায় হ্যাট্টিক চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

 

সমাপনী খেলায় বালক ও বালিকায় সিটি কর্পোরেশন জয়ী হয়।
সমাপনী ও পুরষ্কার বিতরনী প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারীর বলেন, করোনার কারনে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০-২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০-২১ সালের খেলা সিমিত আকারে করেছি। যারা চ্যাম্পিয়ন হয়েছি তার বিভাগিয় যেন নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেত পারেন সে প্রত্যাশা করি।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, নারায়ণগঞ্জ সিটি কর্পোনেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির,উপজেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com