মোহম্মদ আলীর সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা কমান্ডের দোয়া
প্রেসবাংলা ২৪.কম: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) বাদ আসর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সদর উপজেলা কমান্ডের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট নূরুল হুদা, শাহজাহান ভূইয়া জুলহাস, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।