গলায় ওরনা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
প্রেসবাংলা ২৪.কম (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কামরুল ইসলাম সোহাগ (২৮) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন তাঁতখানা এলাকায় হুমায়ুন কবিরের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরবর্তিতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আতœহত্যা করতে পারে ওই যুবক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু আসল কারন জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।