ওসমান পরিবারের নামে সড়ক ও সেতুর নামকরণ করায় প্রধানমন্ত্রীকে জাকির হোসেনের শুভেচ্ছা
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ২টি আঞ্চলিক মহাসড়ক ও নির্মাণাধীন ৩য় শীতলক্ষ্যা সেতু ঐতিহ্যবাহী ওসমান পরিবারের প্রয়াত তিন সদস্যের নামে নামকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন।
তিনি জানান, ঐতিহ্যবাহী ওসমান পরিবার দীর্ঘ কয়েক যুগ ধরে নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিয়ে আসছে। নারায়ণগঞ্জবাসীর সুখে-দুঃখে সর্বদা পাশে থাকে ওসমান পরিবার। নারায়ণগঞ্জের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিটি সেক্টরের উন্নয়নে ওসমান পরিবারের অবদান সবচেয়ে বেশি। এছাড়াও দেশের জন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে অপরিসীম ভূমিকা রেখেছে ওসমান পরিবারের সদস্যরা।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান নারায়ণগঞ্জবাসীর কল্যাণে আজীবন কাজ করে গিয়েছেন। তার মতো নেতা আমরা আর কখনো ফিরে পাবো না। বন্দর এবং ওপারের শহরবাসীকে এক করার জন্য তিনিই সর্বপ্রথম ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। নিয়েছিলেন উদ্যোগ। পরবর্তীতে তার অকাল মৃত্যুর পর তারই ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান সাংসদ হয়ে এই সেতু নির্মাণে নিরলস কাজ করে আজকে তা বাস্তবে রূপ দিয়েছেন।
তাই মাননীয় প্রধানমন্ত্রী কে আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ তিনি মহান নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে ৩য় শীতলক্ষ্যা সেতুর নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
জাকির হোসেন আরও বলেন, ওসমান পরিবারের বর্তমান দুই সাংসদ নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের হাত ধরেই নারায়ণগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তারা নারায়ণগঞ্জবাসীর পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গতঃ গত ২৫ মে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নামকরণ ‘একেএম সামসুজ্জোহা সড়ক’ ও খানপুর থেকে ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নাম ‘বেগম নাগিনা জোহা সড়ক’ এবং নির্মাণাধীন ৩য় শীতলক্ষ্যা সেতুর নামকরণ ‘বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু’ ঘোষণা করা হয়। তারা প্রত্যেকেই ওসমান পরিবারের অন্যতম প্রয়াত সদস্য।