
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে এক প্রসুতি মা অদ্ভূত চেহারার সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানটি মানুষের মতো হলেও তার মাথার খুলি পরিপূর্ণ হয়নি।এছাড়া চেহেরার ও মুখের অবয়ব অনেকটা বিকৃত ।
গতকাল বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া একটি হাসপাতালে ছেলে শিশুটির সিজারিয়ানের মাধ্যমে প্রসব করেন এই নারী।
ডেলিভারীর পূর্বে গতকাল আল্ট্রাসনোগ্রাম করা হলে বাচ্চার মাথার খুলি নেই ও অঙ্গহানি ধরা পরে। এমনকি বাচ্চার মৃত্যুও হওয়া সম্ভাবনা বেশি বলো জানান চিকিৎকরা। পরে পরিবারের সম্মতিক্রমে সিজার করে শিশুটিকে প্রসব করানো হয়।
খুলি বিহীন শিশু জম্ম হওয়ার পর চিন্তিত হয়ে পড়েন সেই নারীর পরিবারটি।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশন পরবর্তীতে রোগীর অবস্থা বর্তমানে ভালো আছে। সন্তানকে আমরা রোগীর কাছে বুঝিয়ে দিয়েছি।