বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা ২৪. কম: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন ) দুপুরে ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তাবলী ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ছলিমুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিশেষ অতিথি এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক আলমগীর, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খান।

আরও উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমির হোসেন বেপারী, সদস্য সচিব নজরুল ইসলাম প্রধান প্রমূখ।

এ সময়ে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com