অসুস্থ বীরমুক্তিযোদ্ধাকে আর্থিক সহয়তা দিলেন ডিসি

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় বীর মুক্তিযোদ্ধার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে গিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এ সময়ে তার সর্ম্পকে নানা বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এবং চিকিৎসা বাবদ নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

বুধবার (২ জুন) আর্থিক সহায়তার সাথে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধার জন্য খাদ্য সামগ্রীর প্যাকেট ও ফলের ঝুড়ি উপহার হিসেবে নিয়ে যান।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আমরা যেন বীর মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখের খোঁজ খবর রাখি। সেই ধারাবাহিকতায় আমরা জাতির সূর্যসন্তানদের পাশে দাঁড়াতে পেরে গর্ব বোধ করছি। ভবিষ্যতেও কোনো বীর মুক্তিযোদ্ধা যে কোনো সমস্যার পড়লে আমরা তার পাশে দাঁড়াতে চাই আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com