প্রশাসনিক কর্মকর্তার ভুয়া পরিচয়ে ইবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

 

নাছির উদ্দিন আবির (ইবি প্রতিনিধি), প্রেসবাংলা২৪.কমঃ প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রবিবার দুপুর ১২ টার দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু হল পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ছাত্রী ইমন আরা। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মেসে ফেরার সময় ছিনতাইকাতী লাল রংয়ের একটি মোটরসাইকেল নিয়ে প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে ড্রাগ আছে সন্দেহে ব্যাগ দেখতে চান। ভুক্তভোগী ভীত সন্তুষ্ট হয়ে তাকে ব্যাগ দিলে ব্যাগ চেক করার পর ছিনতাইকারী মোবাইল-ফোনের কল লিস্ট দেখতে চান। মোবাইল হাতে পাবার পর সেখান থেকে মোবাইল নিয়ে হেলমেট পরিহিত ছিনতাইকারী দ্রুত মোটরসাইকেল আরোহন করে চলে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি প্রশাসনিক ভাবে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com