বাংলাদেশী ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনী ৪টি মাছ ধরার নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। জেলেদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাঁরা উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার অদূরে সীতাপাহাড় নামের বঙ্গোপসাগর এলাকায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নুরুল আমিন।
নুরুল আমিন জানান, বুধবার দুপুরে দিকে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া গ্রামের আমির হোসেন, আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার অলি আহমদ ও আমিরুল ইসলামের মালিকানাধীন ৪টি নৌকাসহ ২০ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। বিষয়টি মুঠোফোনে নৌকার মালিকেরা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি বলেন, মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা নৌকাসহ ধরার পর জেলেদের অনেক মারধর করেছেন। তিনটি নৌকার জালগুলো কেড়ে নেওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর নাফনদীর মোহনা ও বঙ্গোপসাগর থেকে ৯ জন বাংলাদেশি জেলেসহ ১টি মাছ ধরার নৌকা ধরে নিয়ে যায় মিয়ানমার। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ২৩ দিনের মধ্য পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়।