আড়াইহাজারে নবান্ন উৎসবে ধান কাটলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকায় কৃষকদের উৎসাহ ও সম্মান দিতে হেমন্তে রোপা আমন ধান কাটার মাধ্যমে নবান্ন উৎসবের আয়োজনে করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন তাঁর ফেসবুকে নবান্ন উৎসবের কথা তাঁর ফেসবুকের মাধ্যমে জানান।
অনুষ্ঠানে মাহমুদুল হাসান ফারুকীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দীন।
ধান কাটা শেষে মাঠে কৃষকদের নিয়ে গান এবং একত্রে খাওয়া-দাওয়া হলো কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয় ।
জেলা প্রশাসক এই উৎসবের অনুভুতি তাঁর ফেসবুকে পোস্ট করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের কৃষকদের উৎসাহ দিতে এবং সম্মান দিতে ধান কাটা এবং নবান্ন উৎসবের আয়োজন করা হয়। মাথার ঘাম পায়ে ফেলে কৃষকেরা আমাদের খাদ্য জোগায়, একটা বিকেল কৃষকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হলো।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, আড়াইহাজার এ টি আই প্রিন্সিপাল কাজী হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা উপ-পরিচালক মো. ইসহাক, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল কাদির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোপালদী পৌরসভার মেয়র আ. হালিম শিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন প্রমূখ।