মাকসুদ এলাহি'র মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোকবার্তা

মাকসুদ এলাহি’র মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোকবার্তা

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: কৃষক শ্রমিক জনতা লীগ বন্দর থানা শাখার আহবায়ক মাকসুদ এলাহি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
সোমবার ২৭শে অক্টোবর এক শোক বার্তায় তিনি মাকসুদ এলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন।
এছাড়াও শোক জানিয়েছেন  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার ।
মাকসুদ এলাহি’র প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “ দেশের জরুরী অবস্থার সময় যখন প্রায় সবাই ভীতসন্ত্রস্ত তখন মাকসুদ এলাহি ছিলেন হিমালয়ের মতো দৃঢ়চিত্ত। তিনি একজন উদার এবং দানশীল মানুষ ছিলেন।”
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com