না’গঞ্জের মন্ডলপাড়া থেকে ইয়াবাসহ বাবু গ্রেফতার

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নগরীর মন্ডলপাড়া থেকে মাদকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম বাবু হাওলাদার (২৪)।
২৭ অক্টোবর বেলা ১১ টা ৪৫ মিনিটে জিমখানাস্থ মন্ডলপাড়া মসজিদ সংলগ্ন বটগাছের নিচে পাকা রাস্তায় অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত বাবু হাওলাদার সদর থানার জিমখানা বস্তির হাসি বেগমের বাড়ির ভাড়াটিয়া। এসময় তার কাছ থেকে ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোবাইল সেট উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ৫৭,০০০/- (সাতান্ন হাজার) টাকা বলে জানায় র্যাব।
আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।