দূর্গা পূজা উপলক্ষ্যে সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি সজিবের উপহার বিতরণ

দূর্গা পূজা উপলক্ষ্যে সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি সজিবের উপহার বিতরণ

শাহাদত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে, প্রেসবাংলা২৪.কম: দূর্গা পূজা উপলক্ষে সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব তার নিজ এলাকায় উপহার সামগ্রী বিতরণ করেন।
গতকাল (২৪ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের  পূজা উপলক্ষে সিঙ্গাপুর ছাত্রলীগের সহসভাপতি সজিব জয় তার নিজ এলাকা নোয়াখালীর  হাতিয়া থানার ৫ নং চর ঈশ্বর ইউনিয়নে অসহায় প্রায় ৮০টি  হিন্দু পরিবারের  মাঝে শাড়ি লুঙ্গি সহ উপহার সামগ্রী বিতরণ করেন।
সজিবের  পক্ষ থেকে সজিবের মা তার নিজ বাড়িতে অসহায়দের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। সিঙ্গাপুর ছাত্রলীগের সহ,সভাপতি সজিব জয় এর আগেও ঈদ উপলক্ষেও তার নিজ এলাকায় অসহায় মুসলিম পরিবারের মধ্যে  উপহার সামগ্রী বিতরণ করেন এবং করোনা পরিস্থিতিতে খাদ্যসামগ্রী ও বিতরণ করেন।
সজিব বলেন,  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণত সম্পাদকের নির্দশনা অনুসারে তার এই কর্মকান্ড সব সময়ই অব্যাহত থাকবে । অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের  নৈতিক দায়িত্ব।  আমরা প্রত্যেকে যদি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াই তবেই বঙ্গবন্ধু সোনার বাংলা হয়ে উঠবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি ব্যাক্তিগতভাবে তার এই উদ্যেগকে স্বাগত জানিয়ে এলাকার সাধারণ মানুষ ধন্যবাদ জানান। সমাজের অসহায় মানুষের পাশে অতীতেও ছিলাম এবং আগামীদিনেও থাকবেন বলে জানান।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com