প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ১১:৩৯ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে পূজামন্ডপে করোনা হিরো খোরশেদের খাদ্য সামগ্রী বিতরণ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সেই করোনা খোরশেদ এবার খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিদ্ধিরগঞ্জের কয়েকটি পূজা মন্ডপগুলোতে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার জেলেপাড়া, উত্তর জেলেপাড়া, চিত্তরঞ্জন পূজা মন্ডপ, হরিজন পূজা মন্ডপ ও ডাকেশ্বরী পূজামণ্ডপে পূজামণ্ডপে এ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন তিনি।
করোনা খোরশেদ হিসাবে দেশব্যাপী পরিচিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
এসময় উপস্থিত পূজারী ও দর্শনার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিএনপি সম্প্রীতির রাজনীতি করে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ-সভাপতি রানা মজিব, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু, বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিএনপি নেত্রী শেফালী ঘোষ, যুবদল নেতা সাইফুদ্দিন মাহমুদ, আক্তার হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, মনজুর হোসেন, আলমগীর হোসেন, মোহাম্মদ আজিজ, আসাদ, মোফাজ্জল হোসেন, বাহারুল ইসলাম ও মাজহারুল ইসলাম প্রমুখ।
Copyright © 2024 pressbangla. All rights reserved.