বন্দরে ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা: ৩ আসামি রিমান্ডে
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে বকেয়া বাড়ি ভাড়াকে কেন্দ্র করে ফয়েজ (৪০) নামে এক ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত বাড়িওয়ালা কুলসুমকে ১ দিন, ভাড়াটিয়া মহিউদ্দিনকে ৩ দিন ও তার স্ত্রী শিরিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৪ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীরের আদালতে পুলিশ গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উম্মে কুলসুমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ফয়েজ তার স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করছিল। করোনা মহামারীর কারনে কয়েক মাসের বাড়ি ভাড়া বকেয়া পড়ে। এই বকেয়া বাড়ি ভাড়া দ্রুত পরিশোধ করতে গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক উম্মে কুলসুম ভাড়াটিয়া ফয়েজ ও তার স্ত্রী রোজিনা বেগমকে চাপ দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডাও হয়। শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক উম্মে কুলসুম ও অপর ভাড়াটিয়া মহিউদ্দিনসহ তার স্ত্রী শিরিনা মিলে বকেয়া ভাড়া পরিশোধ করতে না পারলে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দিবে বলে ফয়েজ ও তার স্ত্রী রোজিনাকে গালমন্দ করে। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে বাড়ির মালিক উম্মে কুলসুম ও তার সহযোগী ভাড়াটিয়া মহিউদ্দিন, তার স্ত্রী শিরিনা ফয়েজকে এলোপাথারী মারধর করতে থাকে। বেধড়ক পিটুনীতে ফয়েজ আহত হলে স্ত্রী রোজিনা বেগম আশপাশের লোকজনকে নিয়ে ফয়েজকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।