প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২০, ৫:০২ অপরাহ্ণ
নড়াইলে চোরাইকৃত ১৬টি ইজিভ্যান উদ্ধার, অভিযুক্ত আটক
নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নড়াইলের কালিয়া পৌরসভার চাঁদপুর এলাকার একটি গ্যারেজ থেকে চোরাইকৃত ১৬টি ব্যাটারিচালিত ইজিভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামকে (৫৫) আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে নড়াইলের কালিয়া ও খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে চোরাইকৃত ভ্যানগুলো উদ্ধার করা হয়। রবিউল কালিয়ার চাঁদপুর এলাকার আজগর শেখের ছেলে।
কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, চোরাইকৃত ভ্যানগুলো রবিউল ইসলামসহ তার সহযোগীরা খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচাকেনা করে থাকে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত ভ্যানগুলো সোনাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে। উদ্ধারকৃত একেকটি ভ্যান মানভেদে ৪০ থেকে ৪৫ হাজার টাকা বলে জানিয়েছেন ভ্যান চালকেরা।
Copyright © 2024 pressbangla. All rights reserved.