বক্তাবলীতে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বক্তাবলীতে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত (ভিডিওসহ)

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বক্তাবলীতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আসলাম হোসেনের নির্দেশে বক্তাবলী ইউনিয়ন ১০ নং বিট পুলিশিং এর উদ্যোগে ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিনার (১৭ অক্টোবর) বেলা ১০ টায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনে ধর্ষণ ও নির্যাতন বিরোধী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি অপারেশন সঞ্জয় সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর ফেরদৌস ও এ এস আই সাইফুল।
প্রথমেই বক্তাবলী বাজার হইতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী র‌্যালী বের হয়ে রাজাপুর ও গোপাল নগর এলাকা ঘুরে এবং উপস্থিত জনতা জনসচেতনতামূলক নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়, স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা পরে স্থানীয় আওয়ামীলীগ অফিসে জমায়েত হয়।
অপারেশন ওসি সঞ্জয় সরকার বলেন, আপনারা সচেতন থাকবেন ছেলে মেয়ের প্রতি নজর রাখিবেন যেনো নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য কাজে কেউ জড়িয়ে না যায়। মেয়েদের উদ্দেশ্য বলেন ইভটিজিং ধর্ষণ ও নির্যাতনের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিবেন ভয় পাবেন না আপনাদের নিরাপত্তার জন্য ওসি সাহেব বক্তাবলীতে বিট ১০ পুলিশিং গঠন করেছে।
এসময়ে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর মাষ্টার, প্যানেল চেয়ারম্যান ১ আতাউর রহমান, ইউ পি সদস্য ওমর ফারুক, ইউ পি সদস্য আকিল উদ্দিন, ইউ পি সদস্য মনির হোসেন, ইউ পি সদস্য মতিন খান, ইউ পি সদস্য মরিয়ম, কুলছুম বেগম, হাজেরা বেগম, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রকৌশলী আবু সাইদ রিংকু, আরব আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সর্দার বাছির সরদার, নুরুল ইসলাম, আফজল ভূইয়া, মজিবুর সিকদার, ব্যাবসায়ী মনির হোসেন, আলী মেম্বার, মনির হোসেন মিন্টু, জামাল হোসেন, আওয়ামীলীগ নেতা খোরশেদ মাষ্টার, আক্তারুজ্জামান, ববি বাদল, রাশেদুল ইসলাম সুমন, রহিম প্রমুখ।
এছাড়াও স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও এলাকার সর্বস্তরের জনগণ নারী নির্যাতন প্রতিরোধ র‌্যালীতে অংশ গ্রহণ করেন। পুলিশের এমন জনসচেতনতামূলক সমাবেশ ও র‌্যালী দেখে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও অবিভাবক বৃন্দ অত্যন্ত আনন্দিত এবং সকলেই পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com