সাংবাদিক ইলিয়াস হত্যা: এলাকাবাসীর বিক্ষোভ ও অগ্নিসংযোগ

সাংবাদিক ইলিয়াস হত্যা: এলাকাবাসীর বিক্ষোভ ও অগ্নিসংযোগ

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা : নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক বিজয়ের সাংবাদিক মো. ইলিয়াস শেখকে (৪৫) প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

 

সোমবার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের বন্দরের আদমপুর ও জিওধারা এলাকায় রাস্তার উপর টায়ার পুড়িয়ে, সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

 

গত রোববার রাতে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাংবাদিক ইলিয়াস শেখকে হত্যা করা হয়। প্রতিবাদে সোমবার সকাল ১০টায় আদমপুর ও জিওধারা এলাকায় বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় সড়কের উপর টায়ার পোড়ানো হয়। অবরোধ করে রাখা হয় কল্যান্দী-সাবদী সড়ক। প্রায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ চলে। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিক্ষোভকারীদের নিভৃত করলে তারা অবরোধ তুলে নেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

 

বিক্ষোভকারীরা বলেন, একজন সাংবাদিককে রাস্তার উপর কুপিয়ে হত্যা করা হয়েছে। এইসব সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন সময় অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে স্থানীয় বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ ও মাদকের সাথে সম্পৃক্ত লোকজনকেও আইনের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা।

 

সাংবাদিক হত্যার ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ওই রাতে বন্দর থানায় একটি মামলা করেন। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক আসামী তুষারকে (২৮) পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে অভিযান চালিয়ে মিনা (৬০) ও মিসির আলী (৫৩) নামে আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

 

মামলায় অন্য আসামিরা হল: হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও হজরত আলী (৫০)। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে জানান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com