সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ মাদ্রাসায় আল-কোরআন’র হিফয সমাপনী অনুষ্ঠান পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জের তানযীমুল উম্মাহ মাদরাসার আল-কোরআন’র হিফয সমাপনী ও দু’আ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উক্ত মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার বায়তুল হামদ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মোঃ হুমায়ুন কবীর জামালী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাদরাসার এতো সুন্দর একটি প্রোগামে আসতে পেরে আমি আনন্দিত। এ মাদ্রাসার লেখাপড়ার মান খুব ভালো। তানযীমুল উম্মাহ মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ সম্পর্কে প্রশংসা করে অভিভাবকদের উদ্দেশ্যে হুমায়ুন কবির বলেন, আপনার সন্তান তানযীমুল উম্মাহ মাদ্রাসায় লেখাপড়া করলে আপনি একদিন অভিভাবক হিসেবে নিজেকে ধন্য মনে করবেন। বক্তব্যের পর প্রধান অতিথি ২ জন শিক্ষার্থীক আল-কোরআন’র হিফয এবং ৭ জন শিক্ষার্থীকে আল-কোরআন’র নাযেরা সবক প্রদান করেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার প্রধান মাওলানা মনির হোসেন হেলালী, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ মাসউদুর রহমান, তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুস সালাম, পাইনাদী বায়তুল আমান জামে মসজিদ কমিটির সহসম্পাদক মোঃ তরিকুল ইসলাম, তানযীমুল উম্মাহ মাদরাসার মাদরাসার কো-অর্ডিনেটর মুহাম্মাদ হাবীবুর রহমান প্রমুখ।