সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ধর্ষণ যে থামছেই না। এবার সোনারগাঁয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধষর্ণের অভিযোগ উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে ‘ধর্ষণের শিকার’ ওই তরুণীর বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। পরে আটক করা হয়েছে অভিযুক্ত দুলা ভাইকে।
আটক দুলা ভাইয়ের নাম আরফান হোসেন সাগর। সে জামালপুর সদর উপজেলার হরিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ও ওই তরুণীর চাচাতো বোনের স্বামী।
এদিকে, আরফানের স্ত্রী মরিয়ম জানান, তার স্বামী নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। মেডিকেল পরীক্ষা করলে সব বেড়িয়ে আসবে।
অভিযোগে উল্লেখ করা হয়-একই বাসায় থাকার সুবাদে দীর্ঘদিন ধরে তার মাদ্রাসা পড়ুয়া মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে আসছে আরফান হোসেন সাগর। সবশেষ গত ১৯ সেপ্টেম্বর রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাইরে বের হলে জোরপূর্বক ভাবে অন্যত্র তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি পরিবারকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।