প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২০, ৬:৫৯ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের (নাসিক) বাস্তবায়নাধীন ডাম্পিং প্রজেক্টের ঠিকাদার ও কর্মচারীদের উপর হামলা, ভাংচুর, লুটপাট এবং মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এবং জালকুঁড়ি এলাকা সীমান্তে প্রজেক্টের কাজ চলাকালিন সময়ে এঘটনা ঘটে।
হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজুকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: বদুর উদ্দিন শেখ।
এ বিষয়ে আমিনুল হক ভূঁইয়া রাজুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এঘটনায় জড়িত নই তারপরও আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যারা হামলা করেছে তাদের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি এলাকাতেই ছিলামনা। উদ্দেশ্যমূলক ভাবে আমাকে প্রধান আসামি করে মামলা দায়ের করে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সময় মোবাইল ফোনে আমাকে কল করে ঠিকাদার মাইনুদ্দীন জানান তার কাজে কারা হামলা চালিয়েছে। ঘটনা যেহেতু আমার এলাকায় তাই আমি উভয় পক্ষকে আসতে বলি আলোচনার জন্য। এখানে আমি হামলা চালালাম কি করে তা বুঝতেই পারছি না।
এ ঘটনায় নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর পশ্চিম কলাবাগ এলাকার মৃত বাদশা মিয়া শেখ এর ছেলে আওয়ামীলীগ নেতা বদুর উদ্দিন শেখ (৫৫) বাদী হয়ে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার কাজেম আলি ভূঁইয়ার ছেলে থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূইঁয়া রাজু (৫০) কে প্রধান করে ৮ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, থানায় হামলাকারিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে। আশাকরি সবাইকেই আইনের আওতায় আনা হবে।
Copyright © 2024 pressbangla. All rights reserved.