করোনা’র কাছে হেরে গেলেন বন্দর উপজেলা নির্বাচন অফিসার সাইবুর রহমান
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: অবশেষে করোনার কাছে হেরে গেলেন বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইবুর রহমান(৫৮)।
বুধবার বেলা সোয়া ৩টায় রাজধানীর সরকারি কর্মচারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাইবুর রহমানের গ্রামের বাড়ি দিনাজপুর জেলাধীন বিরল উপজেলায়। তার আকস্মিক মৃত্যুতে বন্দর উপজেলা পরিষদে শোকের ছায়া নেমে এসেছে। জীবদ্দশায় সাইবুর রহমান ছিলেন সদালাপী,মিষ্টভাষী পরোপকারী ও নীতিবান একজন মানুষ ছিলেন।
প্রসঙ্গতঃ গত ৭ সেপ্টেম্বর তার করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার তাকে সরকারি কর্মচারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২৩দিন চিকিৎসার পর বুধবার বেলা সোয়া ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।