প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২০, ১২:০৯ পূর্বাহ্ণ
সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা মুন্নার উদ্যোগে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা মুন্নার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নাসিক ২নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় কেক কেটে ও পরে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করে এ অনুষ্ঠান পালন করা হয়।
যুবলীগ নেতা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইঁয়া সাজনু।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু বলেন, আজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন কারন আজ বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আমরা সবসময় প্রধানমন্ত্রীর জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি তিনি যেনো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা সোনার বাংলা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে পারেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী সকলের নেত্রী। তিনি অতি মমতাময়ী একজন নেত্রী। যার ছায়াতলে আমরা সকলেই নিরাপদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা শাহীন, জসিম, শরীফ, আওয়ামীলীগ নেত্রী জোসনা, পারুল, মহানগর ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাহিদ হাসান মজনু, শহীদুল ইসলাম, সজীব ভূঁইয়াসহ আরো আনেকে।
Copyright © 2025 pressbangla. All rights reserved.