ওসমান পরিবারের রোগমুক্তি কামনায় এমপি খোকা'র উদ্যোগে দোয়া

ওসমান পরিবারের রোগমুক্তি কামনায় এমপি খোকা’র উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ ৩ আসন সোনারগাঁও’র এমপি খোকা’র উদ্যোগে ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় করেন। মরহুম নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমান’র স্ত্রী পারভীন ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, স্ত্রী সালমা ওসমান লিপি ও ছেলে অয়ন ওসমানসহ করোনায় আক্রান্ত। ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২০ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য জাপার প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে সোনারগাঁও উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় অবস্থিত জেলা অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়া, দফতর সম্পাদক মাহবুবুর রহমান কামাল, জতীয় পার্টি নেতা ফজলুল হক মাস্টার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহাম্মদ আলী মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com