বক্তাবলীতে প্রয়াত আ’লীগ নেতা ইয়াদ আলী মাষ্টারের স্বরণ সভা

বক্তাবলীতে প্রয়াত আ’লীগ নেতা ইয়াদ আলী মাষ্টারের স্বরণ সভা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানার বক্তাবলীতে প্রয়াত আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ কর্মী ইয়াদ আলী মাষ্টারের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২০সেপ্টেম্বর) বাদ আসর বক্তাবলী আওয়ামীলীগ অফিসে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 

স্মরণসভায় বক্তারা বলেছেন, ইয়াদ আলী মাষ্টার বেচে থাকবেন বক্তাবলীবাসীর হৃদয়ে। তিনি একদিকে রাজনৈতিক নেতা এবং সমাজপতি ছিলেন, মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি বেচে থাকবেন তার কর্মে।

 

রোববার (২০ সেপ্টেম্বর ) বাদ আছর সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে ইয়াদ আলী মাষ্টারের এই স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজুল ইসলাম ভুইঁয়া’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা আনোয়ারের সঞ্চালনায় এ স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তারা তার কর্মজীবন’র বিভিন্ন দিক তুলে ধরেন । উল্ল্যেখ্য গত ৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন  অবস্থায় মারা যান সাবেক ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাজাপুর এলাকার পঞ্চায়েত প্রধান ইয়াদ আলী মাষ্টার ।

 

বক্তব্য শেষে প্রয়াত ইয়াদ আলী মাষ্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বক্তাবলী বাজার জামে মসজিদের ইমাম মোঃ শহিদ উল্লাহ ।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী’র শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি। স্বরণসভায় বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল প্রধান, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন মাতবর।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য আতাউর রহমান, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আঃ আলীম, ৫ নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি বাছির সর্দার ও সাধারণ সম্পাদক আল আমিন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক তৈয়ব আলী, আওয়ামীলীগ নেতা মোঃ আলমাছ, ইউ পি সদস্য মোঃ মনির হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোঃ জামাল হোসেন, আওয়ামিলীগ নেতা মোঃ খোরশেদ আলম মাস্টার, পিয়ার আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মনির।

 

আরোও উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com