না‘গঞ্জ সিটি প্রেসক্লাবে সভাপতি টিটু সম্পাদক লিংকন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে এন এ এন টিভির সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদ টিটু ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এশিয়ান টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ২১ ভোট। মোট ভোটার সংখ্যা ছিলো ৫৫ জন।
সহ-সভাপতি পদে আমার সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দৈনিক অগ্রবানীর সহ-সম্পাদক উত্তম সাহা পেয়েছেন ২৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১২ ভোট, এছাড়াও বাংলা সংবাদ এর সম্পাদক শাহাদাৎ হোসেন ভুইয়া পেয়েছেন ১৮ ভোট।
এদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আমার বার্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার ও অর্থ সম্পাদক পদে পাক্ষিক তথ্য পত্রের ব্যবস্থাপনা সম্পাদক জাহেরুল ইসলাম মোল্লা সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রুদ্র কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে রুদ্র বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আক্তার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।