আড়াইহাজারে ‘রাজধানী সোনারগাঁ রোটারী হাসপাতাল’ উদ্বোধন

আড়াইহাজারে ‘রাজধানী সোনারগাঁ রোটারী হাসপাতাল’ উদ্বোধন

 

প্রতিনিধি আড়াইহাজার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাইনাদী এলাকায় রাজধানী সোনারগাঁ রোটারী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী এলাকায় এ হাসপাতালের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও মো: রুবাইয়াত হোসেন, ডিষ্ট্রিক গভর্ণর, রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩২৮১।

 

পরে রোটারী ক্লাব রাজধানী সোনারগাঁ এর সভাপতি অসিম কুমার সাহার সভাপতিত্বে হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্বাগত বক্তব্য রাখেন, রাজধানী সোনারগাঁ রোটারী হাসপাতাল এর প্রতিষ্ঠাতা তাপস কুমার কর্মকার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো: রুবাইয়াত হোসেন, ডিষ্ট্রিক গভর্ণর,রোটারী ইন্টারন্যাশনাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব(যুগ্ম সচিব) গৌতম পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ’ইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র মো: সুন্দর আলী,হাইজাদী ইউপি চেয়ারম্যান মো: আলী হোসেন ভ’ইয়া, মো: সামসুল হুদা, পাষ্ট ডিষ্ট্রিক গভর্ণর, রোটারী ইন্টারন্যাশনাল, রাজধানী সোনারগাঁ রোটারী এর পাষ্ট প্রেসিডেন্ট তাজিমুল ইসলাম,মো: সাইদুর রহমান মোল্লা, লিটন পাল প্রমুখ।

 

প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু বক্তব্য রাখছেন

প্রধান অতিথি নজরুল ইসলাম বাবু বলেন, আর্তমানবতার সেবায় শোভা ফাউন্ডেশনের চেয়ারম্যান তাপস কুমার কর্মকার ও তার পরিবারের সার্বিক প্রচেষ্টায় ও রাজধানী সোনারগাঁ রোটারী এর সহযোগিতায় এ হাসপাতালটি এ এলাকার মানুষের চিকিৎসা সেবায় ব্রতি হচ্ছেন। তিনি
বলেন সাদা মনের মানুষের ঘরে সাদা মনের মানুষই তৈরী হয়। এলাকার সকলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত সুনিল কর্মকারের ছেলেরা ও তার পরিবারের সদস্যরা নিঃস্বার্থভাবে মানবতার সেবার লক্ষকে সামনে রেখে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন। যেখানে কোন ব্যবসায়িক চিন্তা বা লাভবান হবে তা তাদের উদ্দেশ্য নয়। তিনি এ সেবা মূলক হাসপাতালটিতে সর্বপ্রকার সহযোগিতার
আশ্বাস দিয়ে বলেন, আজ থেকে আড়াইহাজার উপজেলা রাজধানী সোনারগাঁ রোটারী ক্লাবের দখলে চলে গেছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com