আড়াইহাজারে বাড়ির পাশে গাঁজার চাষ, দুই সহোদর আটক
প্রতিনিধি আড়াইহাজার, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে গাজা চাষ করার অভিযোগে থানা পুলিশ কাকাইলমোড়া এলাকা থেকে বড় আকারের দুটি গাজাগাছ সহ দুই সহোদরকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়ির পাশে খোলা একটি স্থানে প্রকাশ্যে গাঁজা চাষ
করছিলেন দুই সহোদর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাঁজা চাষীদের আটক করেছে। আটককৃতরা হলো-খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া দক্ষিণপাড়া এলাকার মৃত সামছুউদ্দিনের দুই ছেলে গোলাম রসুল (৫৫) ও মোস্তফা (৬০)।
এ সময় পুলিশ বড় আকারের দুইটি গাঁজার গাছ উদ্ধার করে। গাছ দুইটি ঝোঁপ প্রজাতির ১৭ ফুট লম্বা বলে জানায় পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকাইলমোড়া দক্ষিণপাড়া এলাকা থেকে দুই সহোদরকে আটক করা হয়। এ সময় তাদের বাড়ির পাশে একটি খোলা স্থানে চাষকৃত দুইটি বড় আকারের গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলার হয়েছে। তবে ওসি বলেন, এলাকায় আরো গাঁজা চাষ হচ্ছে কিনা তার খোঁজ চলছে।