সিদ্ধিরগঞ্জে লিপি ওসমানের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পাওয়া নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়া।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মিজমিজি পশ্চিম পাড়া পুকুর পাড় সংলগ্ন বায়তুল্লাহ্ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরি-ই আলম এই বিশেষ দোয়া করেন।
দোয়ায় উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়া, মসজিদ কমিটির সহ-সভাপতি এস এম খবির উদ্দিন আহম্মেদ, নাসিক ২ নং ওয়ার্ড ব্যাক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবুল ও মসজিদ কমিটির অন্যান্য কর্মকর্তাসহ সাধারন মুসল্লিরা।
এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আলহাজ্ব ইয়াসিন মিয়া বলেন, আপনারা সবাই জানেন করোনা সঙ্কটে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পাওয়া আমাদের এমপি শামীম ওসমান সাহেবের স্ত্রী সালমা ওসমান লিপি। আপনারা সবাই জানেন যে মহামারী এই করোনার সময় সালমা ওসমান লিপি অসংখ্য দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন। না খাওয়া পরিবারের লোকজনদের বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। আজ সে নিজেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাই সালমা ওসমান লিপি ও তার পরিবারের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। তারা যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
উল্লেখ্য, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) লিপি ওসমানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। স্ত্রীসহ পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শামীম ওসমান। জানা গেছে, লিপি ওসমান বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তারপরও থেমে নেই এই করোনা যোদ্ধা। বাড়িতে থেকেও তিনি মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। শহরের বাবুরাইল দেওভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজড রোগীর বাড়িতে স্বেচ্ছাসেবী পাঠিয়ে আর্থিক সহায়তা দান করেন তিনি।