না’গঞ্জে মসজিদের টাংকি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে মসজিদের ট্যাংকি পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মনির হোসেন (৫৫) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন সোলায়মান হোসেন (৩৫)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত মনিরের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং এলাকায়। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে বাবুরাইল এলাকায় আরিফ কন্ট্রাক্টরের বাড়িতে ভাড়া থাকতেন।
আহত সোলায়মান হোসেন জানান, দুপুরে মসজিদের ট্যাংকি পরিস্কার করতে শ্রমিক মনির হোসেনকে নিয়ে তিনি ছাদে উঠেন। পাশে বিদ্যুতের খুঁটির তারের সাথে জড়িয়ে যান মনির। পরে তিনি ছিটকে নিচে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে তিনিও পড়ে যান।
আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। মনিরের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। সোলায়মানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়।