করোনায় মৃত ঢাকা কাস্টমস এজেন্টস’র সভাপতির জন্য মাগফেরাত কামনা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিংস এন্ড ফরওয়ার্ডিং এজেন্টের মহাসচিব শেখ মোহাম্মদ ফরিদ এর রুহের মাগফেরাত কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড কাস্টমস গেট মসজিদে বাদ যোহর নিহতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আদমজী ইপিজেড কাস্টমস কর্তৃপক্ষ।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,বেপজার কমাশিয়াল ম্যানেজার খালেদ আহম্মেদ, এস. আর.এফ ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক কাজী ফরহাদ, এসোসিয়েশন ডেপুটি অফিস সচিব সাবের আহম্মেদসহ বিভিন্ন কোম্পানির সরকারী কাস্টমস কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিংস এন্ড ফরওয়ার্ডিং এজেন্টের মহাসচিব শেখ মোহাম্মদ ফরিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ) ঢাকার সিএম এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬ টার সময় মারা যান।