তিতাস কর্তৃপক্ষের অবহেলার দায়ও সরকারকে নিতে হবে: রফিউর রাব্বি

তিতাস কর্তৃপক্ষের অবহেলার দায়ও সরকারকে নিতে হবে: রফিউর রাব্বি

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিচারপতির নেতৃত্বে তল্লা মসজিদে দূর্ঘটনার তদন্তের দাবিতে নাগরিক কমিটি’র মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন আজকের এ মর্মান্তিক ঘটনায় হতাহতদের পরিবারের দায়িত্ব সরকারকে অবশ্যই নিতে হবে। আমরা মনে করি তিতাস কর্তৃপক্ষের অবহেলার দায়ও সরকারের দায়।।

 

তিনি আরও বলেন, রাষ্ট্রের অনিয়ম অব্যবস্থা ও অবহেলাজনিত কারণে সংগঠিত ঘটনাকে কোন ভাবেই দুর্ঘটনা বলা যাবে না। আজকে মসজিদ নির্মাণে অনিয়মের যে প্রশ্ন সরকারের মন্ত্রীরা হাজির করছেন, এর অর্থ হচ্ছে সরকারকে তার অপরাধ ও দায় থেকে মুক্তি দেয়া। মসজিদ নির্মাণে ত্রুটি থাকে পারে; আমাদের দেশের অধিকাংশ মসজিদই সমস্ত নিয়ম মেনে তৈরী হয় না। আর এ সত্যটা নারায়ণগঞ্জের মসজিদের মর্মান্তিক ঘটনার পর সরকার জানতে পারল ব্যপাটি এমন নয়। কিন্তু এ বিষয়ে দেশের কোথাও সরকার কোন পদক্ষেপ কেন নেয় নি?

 

সংগঠনের সভাপতি এড. এবি সিদ্দিক বলেন, তিতাসের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। হাজার হাজার অবৈধ সংযোগ দিয়ে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। শত শত কোটি টাকা থেকে সরকার বঞ্চিত হচ্ছে। আমাদের নারায়ণগঞ্জেই কয়েক লক্ষ মিটারের অবৈধ সংযোগ রয়েছে। তিনি এ বিষয়ে এখনি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

জহিরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের মহানগরের সহসভাপতি গোবিন্দ সাহা, নারী সংগঠক পপি রানী সরকার প্রমূখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com