কাঁচপুরে রাস্তায় গলাকাটা মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ এর কাঁচপুর এলাকায় ব্রিজের পূর্ব ঢালে ঢাকা- সিলেট মহাসড়কের উপর থেকে এক ব্যাক্তির গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বপন মিয়া (৪০/৪৫) নামের ওই ব্যক্তিটির গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়।
নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার গোদারকান্দি গ্রার আব্দুল ওয়াদুদ এর ছেলে। মৃত ব্যক্তির সাথে থাকা ফোনের সাহায্যে নিহতের পরিবারের সাথে পুলিশ যোগাযোগ করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সংবাদ পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে এসআই ইয়াউর রহমান ও এস আই সুভাষ চন্দ্র সরকার উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এসআই ইয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক বেশ কিছু তথ্য পাওয়া গেছে। নিহতের পরিবারের লোকজনও থানায় আসছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাচ্ছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানোর চেস্টা করবো।