সোহরাওয়ার্দীর জন্মদিনে নতুনধারার এ্যাপস উদ্বোধন
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মদিনে নতুনধারা বাংলাদেশ এনডিবির এ্যাপস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
‘মহান নেতার জন্মদিনে নতুনধারা অনলাইনে’ শীর্ষক কর্মসূচীর উদ্বোধন করেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও গাজী একরামুল হক লিটন। ধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মসূচীতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূর আলম চৌধুরী, মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন। সামাজিক দূরত্ব বজায় রেখে-স্বাস্থ্যবিধি মেনে নতুনধারার রাজনীতিকগণ এসময় হোসেন শহীদ সোহারাওয়ার্দীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।
নতুনধারা বাংলাদেশ এনডিবির জাতীয় সম্মিলন নভেম্বরে অনুষ্ঠিত হবে। সপ্তম এই সম্মিলনকে কেন্দ্র করে সকল শাখার কার্যকরি কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের সূত্রতায় ‘রি-অরাগানাইজিং টিম’-এর তত্বাবধায়নে দেশের ৪৪ টি জেলা ও ১০৪ টি উপজেলার কার্যকরি কমিটি বিলুপ্ত করার ধারাবাহিকতায় আহবায়ক কমিটি অনুমোদনের কার্যক্রম চলছে। এই কর্মসূচী চলাকালে বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা এবং সকল বীরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-সন্ত্রাস-খুন- গুমমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগ্রহী যে কেউ চাইলেই নতুনধারার এ্যাপস-এ যুক্ত হয়ে অথবা ০১৯৭২-৭৪০০১৫ নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করলেই প্রাথমিক সদস্য করে রিপ্লাই ম্যাসেজ এবং কল করা হবে।