সুশান্ত হত্যাকান্ড: অবশেষে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া
ভারতীয় সংবাদ সংস্থা ডিএনএ, টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, দ্য কুইন্ট খবরটি নিশ্চিত করেছে।
এর আগে প্রথমে একই অভিযোগে রিয়ার ভাই শৌভিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার জেরা শুরু করে গতকাল সোমবারের পর আজ মঙ্গলবারও জেরা করা হয় রিয়াকে। আজ টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াকে। জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটায় রিয়ার মেডিকেল পরীক্ষার কথা ছিল। কিন্তু তার আগেই রিয়াকে গ্রেপ্তার করল ভারতের এনসিবি। মেয়ের গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে রিয়ার মা–বাবাকে। একটু পরই রিয়ার কোভিড টেস্ট হবে।