ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে প্রতিষ্ঠিত খালেক মাস্টার ডায়বেটিস সেন্টারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেছেন, খালেক মাস্টার ডায়বেটিস সেন্টার এ অঞ্চলে স্বাস্থ্যসেবার মাইলফলক হয়ে থাকবে। অবহেলিত এই অঞ্চলের মানুষের জন্য এ প্রতিষ্ঠান আর্শীবাদ স্বরূপ। এ অঞ্চলে স্বাস্থ্যসেবা বলতে তেমন কিছুই ছিল না, কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে-খালেক মাস্টার ডায়বেটিস সেন্টার। প্রতিষ্ঠানটি গড়ে ডা. একে শফিউদ্দিন মিন্টু এ পরগণার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। যতদিন এ প্রতিষ্ঠান থাকবে তাঁর নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচরে প্রতিষ্ঠানটি মিলনায়তনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, এই এলাকায় অনেক ধনী ও জ্ঞানীর বসবাস। কিন্তু কেউ কখনো এই এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য কাজ করেনি। ডাঃ মিন্টু তার সীমিত সামর্থ্য কিন্তুজনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে এসেছেন, তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়ন করতে সফল হয়েছে। এজন্য এলাকাবাসী তার কাছে কৃতজ্ঞ।
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু।