নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের তল্লায় নিহত ফটো সাংবাদিক নাদিমের পরিবারের হাতে আর্থিক সহায়তা, সেলাইমেশিন সহ খাদ্যসামগ্রী তুলে দিলেন নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
সোমবার (৯ সেপ্টেম্বর) নাদিমের স্ত্রী ও ছেলেকে এই সহযোগিতা প্রদান করেন এই ওয়ার্ড কাউন্সিলর। সেই সাথে নাদিমের ছেলের পড়াশুনার খরচের দায়িত্ব নেন এই নেতা।
এক ভিডিও বার্তায় তিনি জানান, শুক্রবার জুমআ নামাজের সময় আমার সাথে নাদিমে দেখা হয়েছে। তার বড়ি আমার বাড়ি থেকে ১০ গজ দুরে থাকে। আমি দীর্ঘদিন যাবৎ তাকে চিনি সে সুনামের সহিত এলাকায় বসবাস করত। এই ছেলেটি আজ আমাদের মাঝে নাই । গতকাল সংবাদে দেখেছি ওর পরিবার বলেছে যার উপার্জনে সংসার চলত সে আজ নেই। কিন্তু আমার পরিবার তার পাশে আছে আমার পরিবারের পক্ষ থেকে কিছু নগদ অর্থ ওর চলচলের জন্য একটি সেলাই মেশিন চাল, ডাল দিতেছি আর তার ছেলে নফিস যেহেতু ক্লাস নাইনে পড়ে ওর লেখাপড়ার দায়িত্ব আমরা নিয়েছি। ওর দায়িত্বের পাশাপাশি ও যে বাড়িতে থাকে সেটা আমার ফুফুর বাড়ি যতদিন এ বাড়িতে থাকবে ওর ভাড়া মওকুফ থাকবে ওর ভাড়া দিতে হবে না। আমার ফুফু আমাকে আশ্বস্থ করেছেন। এব্যাপারে আমি নিশ্চয়তা প্রদান করছি।
তিনি আরোও বলেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমি সারাজীবন মানুষের কল্যাণে দায়িত্ব পালন করতে পারি। এখানে আমার কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নেই। আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মানব সেবাগুলো করে যাচ্ছি। যদিও আমি ক্ষুদ্র মানুষ কিন্তু মানবতার সেবায় আমি সবসময় থাকতে চাই।
উল্লেখ্য শওকত হাসেম শকু করোনা মহামারীতে নারায়ণগঞ্জের অসহায় মানুষ এবং করোনা রোগীদের পাশে থেকে কাজ করেছেন। ইতিমধ্যে মানবাতার সেবায় তিনি নারায়ণগঞ্জে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দলমতের উর্দ্ধে তিনি প্রশাংশা কুঁড়িয়েছেন নারায়ণগঞ্জবাসীর।