প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২০, ১০:০৪ অপরাহ্ণ
নতুনধারা মুন্সিগঞ্জের আহবায়ক খোকন সদস্য সচিব বীণা
নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: শেখ হাবিব খোকনকে আহবায়ক ও সুনয়না বন্যাকে সদস্য সচিব করে নতুনধারা বাংলাদেশ এনডিবি মুন্সিগঞ্জ জেলা আহবায়ক অনুমোদন দিয়েছেন চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং মহাসচিব নিপুন মিস্ত্রী।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক কায়সার চৌধুরী রবিন, নিপা রাণী দাস, সদস্য সুশান্ত সাহা, হাজেরা খাতুন, জাহাঙ্গীর করিম মোল্লা, আব্দুল হাই বি.কম ও প্রার্থনা মজুমদার।
৭ সেপ্টেম্বর কমিটি অনুমোদন দেয়া প্রসঙ্গে প্রেসিডিয়াম মেম্বার রাজেন্দ্র দাস মন্টু বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির জাতীয় সম্মিলন নভেম্বরে অনুষ্ঠিত হবে। সপ্তম এই সম্মেলনকে কেন্দ্র করে সকল শাখার কার্যকরী কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের সূত্রতায় ‘রি-অরাগানাইজিং টিম’-এর তত্বাবধায়নে দেশের ৪৪ টি জেলা ও ১০৪ টি উপজেলার কার্যকরী কমিটি বিলুপ্ত করার ধারাবাহিকতায় আহবায়ক কমিটি অনুমোদনের কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচী চলাকালে বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা এবং সকল বীরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-সন্ত্রাস-খুন-গুমমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগ্রহী যে কেউ চাইলেই ০১৯৭২-৭৪০০১৫ নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএসএস করলেই প্রাথমিক সদস্য করে রিপ্লাই ম্যাসেজ এবং কল করা হবে।
Copyright © 2024 pressbangla. All rights reserved.