বঙ্গবন্ধু শুধুই আ’লীগের নেতা ছিলেন না : জি এম কাদের

নিজস্ব প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বঙ্গবন্ধু শুধুই আওয়ামীলীগের নেতা ছিলেন না। তিনি দল মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের নেতা হিসেবে স্বীকৃত হয়েছেন। ১৯৭০ সালের নির্বাচনে আমি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ সেন্টারে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেখানে যারা ভোট দিতে এসেছিল, তারা আওয়ামীলীগ কি অন্য দল সেটা চিন্তা করেনি। তারা বলেছিলেন, আমরা শেখ মুজিবকে ভোট দিতে চাই। তখন আওয়ামি লীগ নেতা হিসেবে নন, বাঙালি জাতির নেতা হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন।
শনিবার (২৯ আগস্ট) বাদ আছর সোনারগাঁ জেলা পরিষদ অডিটরিয়ামে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর অনেকগুলো দল হয়েছে এর মধ্যে সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলে গেছেন, শেখ মুজিবের কাছে আমাদের কৃতজ্ঞতা জানানো দরকার। উনার কাছে আমরা ঋণী। একইভাবে বিএনপি’র নেতা জিয়াউর রহমান সাহেব উনার জীবনকালে জাতির পিতা সম্পর্কে কটুক্তী করেছেন কেউ কখনো বলতে পারবেনা। সব সময় জাতির পিতার প্রশংসা করেছেন তিনি। কাজেই উনি ছিলেন নেতাদের নেতা। সব জনগনের নেতা। উনাকে কেন শুধু আওয়ামীলীগের নেতা হিসেবে মেনে নেব?
জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির নেতা এম এ জামান, শম্ভপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রউফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ক্রিড়া সংগঠক আবু নাইম ইকবাল ও জাতীয় পার্টির নেতা জাবেদ রায়হান জয় প্রমূখ।