নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে পুলিশ, দাবি পরিবারের

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে আলোচিত ধর্ষণের পর হত্যার ঘটনায় জিসাকে জীবিত পাওয়ায় আসামীদের স্বজনরা মানববন্ধন করে আদালত পারায়। এসময় তারা বলেন আমার ছেলে নিরপরাধ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আমার ছেলেকে লটকাইয়া পিটাইয়া, স্বীকারোক্তি নিয়েছে। নইলে তরে ক্রোসফায়ার দিমু, তুই ম্যাজিস্ট্রেটের কাছে স্বাক্ষী দিবি। এ ভয়ে আমার ছেলে স্বীকারোক্তি দিয়েছে এজন্য যে, মার থেকে বাঁচবো একইসাথে আমার বাবা-মায়ের কাছে ফিরে আসতে পারবো। আমার ছেলের মুক্তি চাই। খুন হওয়া মেয়ে যদি তার মায়ের বুকে যেতে পারে, আমার ছেলে আমার বুকে আসবে না কেন?
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে আবেগঘন কন্ঠে এমনই অভিযোগ তুলে জিসা ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের স্বজনরা।
এসময় জিসার কথিত প্রেমিক আব্দুল্লাহর বাবা বলেন, এসআই শামীম আরও মামলার মধ্যে আমার ছেলেকে ফাঁসানোর চিন্তা ভাবনা করেছে। এসআই শামীমের সাথে অন্য কারো হাত রয়েছে, আপনারা এটা বের করবেন। প্রধানমন্ত্রীর কাছে আমি এ ঘটনার বিচার চাই। এসআই শামীমের সাথে যেকোন মানুষ টাকা খাওয়াইয়া আমার ছেলেকে এত বড় মামলা দিছে। আমার ছেলে এত বড় মামলার আসামী জীবনেও হতে পারে না।
এ সময় উপস্থিত ছিলেন – আব্দুল্লাহর মা শিউলী বেগম, খলিলের স্ত্রী শারমীন আক্তার, রকিবের বোন জামাই আতাউর রহমানসহ আসামীদের স্বজন ও এলাকাবাসী ৷