উন্নয়নের অন্তরায় অসৎ মন্ত্রী-আমলারা : মোমিন মেহেদী
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষা-স্বাস্থ্য-অর্থনৈতিক ও মানবিক উন্নয়নের অন্তরায় অসৎ মন্ত্রী-আমলারা। এরা একাত্তরের-পঁচাত্তরের এবং বর্তমানের মীরজাফর-ঘষেটি বেগম। এদেরকে প্রতিহত করতে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তা না হলে লোভি-লম্পট প্রদীপ-মিরণরা ক্রমাগত নিজেদের স্বার্থের জন্য জাতির বড় বড় ক্ষতি করতেই থাকবে।
২৪ আগস্ট দুপুর ২ টায় খিলগাঁও থানা নতুনধারা বাংলাদেশ এনডিবির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রি, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সুকান্ত সমদ্দার, খিলগাঁও থানা এনডিবির আহবায়ক কবির চৌধুরী, মির্জা জামিল প্রমূখ।