সোনারগাঁ থেকে ৪ ডাকাত গ্রেপ্তার

 

মোমেন, শুক্কুর আলী, নাদিম ও বাবু নামের ডাকাত দলের ৪ সক্রীয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

২০ আগস্ট রাতে সোনারগাঁ থানার আষাড়িয়ার চর ব্রীজের উত্তর পাশে অবস্থিত একটি খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মোমেন মুন্সিগঞ্জ গজারিয়া চরবখালি এলাকার আঃ হাইয়ের ছেলে, আড়াইহাজার থানার ঝাউকান্দি এলাকার শামসু মিয়ার ছেলে শুক্কুর আলী, মৌলভীবাজার জেলার জুড়ি থানার নয়াগ্রাম এলাকার মেহের আলী মাস্টারের ছেলে নাজিম উদ্দিন ওরফে নাদিম ও ব্রাক্ষ্মনবাড়ীয়ার বাঞ্চারামপুর থানার তেজখালী মধ্যপাড়া এলাকার মৃত নীল মিয়ার ছেরে বাবুল হোসেন ওরফে বাবু। এ সময়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭টি হাত বোমা, ৩টি ছোরা, ২টি কাওয়াল, ১টি কাটার, ৩টি মোবাইল সেট ও বোমা তৈরীতে ব্যবহৃত পাউডার উদ্ধার করা হয়।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আমাদের একদল টিম সোনারগাঁ ও বন্দর থানাধীন এলাকা ডিউটি করা কালিন সময় গোপন সংবাদ পায়, ডাকাত দলের বিরুদ্ধে। পরে অভিযান চালালে ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক ভাবে ডাকাতদের জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা সবুজ, মাসুম ও দাইয়ান নামের ৩ পলাতক ডাকাতের নাম প্রকাশ করে। এবং বোমা তৈরীর সরঞ্জামাদী বন্দরের একটি বাসায় মজুদ আছে বলে জানান। তার দেয়া তথ্য মতে আমরা বন্দরের রওশনবাগ এলাকায় অভিযান চালালে মমতাজ (৬০) নামের এক মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং পলিথিনের প্যাকেটে ২কেজি ৬শ’ গ্রাম বোমা তৈরীর পাউডার উদ্ধার করা হয়।

তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com