মুক্তিযোদ্ধার সন্তানদের বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার

মুক্তিযোদ্ধার সন্তানদের বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার

 

আড়াইহাজার  প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  ১৯ আগষ্ট বুধবার সকাল ১০টায় আড়াইহাজার উপজেলা প্রশাসন এর উদ্যোগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা, নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য প্রেসবিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেসবিফিং করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হোসেন।

 

প্রেসবিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত দেশের বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের আবেদনের প্রেক্ষিতে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। দালাল ও প্রতারকদের থেকে সকলকে মুক্ত থেকে সরকারী ব্যবস্থাপনায় কম খরচে নিরাপদে জেনে শুনে বিদেশ গমনের কথা তুলে ধরা হয়। এছাড়াও মহামারী করোনার কারণে বিদেশ হতে দেশে ফিরে আসা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সব ধরণের সরকারী সহযোগিতার কথা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হোলো সরকার,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, ওকাপ আড়াইহাজার এর ফিল্ড অফিসার মোঃ আমিনুল হক, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারাধন চন্দ্র দে, সাধারন সম্পাদক হাসান আলী, মোঃ ইসমাইল হোসেন,মোস্তফা কামাল, সফুর উদ্দন প্রভাত, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, মজিবুর রহমান, ইমাম হাসান, মনিরুজ্জামান সরকার ও মাছুম বিল্লাহ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com