শোক দিবসে মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ’র আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

শোক দিবসে মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ’র আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

সোমবার (১৭ আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেলগেইট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর’র সভাপতি সৈকত বাপ্পী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ মঞ্চে’র সভাপতি আমিনুল ইললাম বুলবুল।

 

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট যে নির্মম হত্যাকান্ড নরঘাতকরা ঘটিয়েছিল, তা ভাষায় প্রকাশ করার মত না। এই ঘটনা সকলেরই জানা।

 

শুধু এতুটুকুই বলবো, আমাদের দলে যেন হাইব্রিড কোন নেতা প্রবেশ করতে না পারে। আর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুধু পুষ্পাঞ্জলি অর্পন করলেই হবেনা এর পাশাপাশী খুনি মোস্তাকদের জন্য ঘৃণা স্তম্ভ স্থাপন করতে হবে।

 

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈকত বাপ্পী বলেন, আমরা অনেকে ১৫ই আগষ্ট এলে বঙ্গবন্ধু’র কথা স্মরণ করি। কিন্তু সারা বছর স্মরণ করিনা। এটা মোটেও ঠিকনা। বঙ্গবন্ধুকে সারা বছর বুকে লালন করতে হবে। যে নেতার জন্ম না হলে, এ দেশ স্বাধীন হতো না। যে নেতার জন্ম না হলে, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতামনা। যে নেতার জন্ম না হলে, আমরা সোনার বাংলা পেতামনা। সেই নেতার আদর্শকে বুকে লালন করে যতদিন বাঁচবো রাজনীতি করে মানুষের সেবা করে যাবো।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ মঞ্চে’র সাধারণ সম্পাদক আল-মামুন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমেদ হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চে’র সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালী, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাগর কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শেখ সুমন, যুগ্ন-সম্পাদক শামীম হোসেন ও দপ্তর সম্পাদক গোলাম হায়দার সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com