আড়াইহাজারে তরুণীর হত্যার ঘটনায় ২জনকে গ্রেফতার
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম; আড়াইহাজারে ঘরের মেঝে পুতে রাখা তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বিশনন্দী গ্রামের মৃত সুরুজ মিয়া প্রধানের ছেলে আ. ওহাব (৬২) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৪৫)।
এর আগে বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের একটি টিনের ঘরের মাটি খুড়ে সেখান থেকে অজ্ঞাত (২০) যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় জানা না যাওয়ায় প্রথমে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামী দিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরদিন রোববার নিহতের বাবা বিল্লাল হোসেন তার মেয়ে ফাতেমার লাশ শনাক্ত করেন।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাহার জানান, ফাতেমা তার মামা বাড়ি বিশনন্দীতে থাকতো। সেইখানে থাকা অবস্থায় গ্রেফতারকৃত ওহাবের ছেলে ইউনুসের সাথে প্রেমে জড়িয়ে যায়। পুলিশের ধারণা এই ঘটনার জেরেই হত্যাকান্ড হয়ে থাকতে পারে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।