অধ্যাপিকা ও নারী নেত্রী রাশিদা আক্তার আর নেইঅধ্যাপিকা ও নারী নেত্রী রাশিদা আক্তার আর নেই

অধ্যাপিকা ও নারী নেত্রী রাশিদা আক্তার আর নেই

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপিকা ও নারী নেত্রী রাশিদা আক্তার  আর নেই ( ইন্নালিল্লাহি …….. রাজিউন)।

সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে চাষাঢ়ার বেইলি টাওয়ারের নিজ ফ্ল্যাটে ইন্তেকাল করে‌ন তিনি। অধ্যাপক রাশিদা আক্তারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যক্তিরা।

অধ্যাপক রাশিদা আক্তার প্রয়াত লেখক, গবেষক ও শিক্ষক ড. সৈকত আসগরের সহধর্মিনী। মৃত্যু কালে এক ছেলে রেখে গেছেন।

তিনি নারায়ণগঞ্জ কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, বাংলা বিভাগের (অবসরপ্রাপ্ত) বিভাগীয় প্রধান অধ্যাপিকা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

একই সাথে বাংলাদেশের মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

আজ ১৮ আগস্ট বিকেলে মু‌ন্সিগঞ্জে তাঁর গ্রামের বা‌ড়িতে পা‌রিবা‌রিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com