আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিবির নেতাসহ গ্রেফতার ১৩

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শিবির নেতাসহ গ্রেফতার ১৩

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ দিন ব্যাপী সংঘর্ষ, অর্ধ শতাধিক বাড়িঘর ও দোকানে লুট, ভাংচুড় ও পুলিশের উপর হামলা,আত্মরক্ষার্থে পুলিশের ৩২ রাউন্ড গুলি বর্ষণের ঘটনার প্রেক্ষিতে আড়াইহাজার থানায় পুলিশের মামলা। অতঃপর পুলিশের সারাশি অভিযানে সাবেক শিবির নেতা তোফাজ্জল হোসেনসহ ১৩ জনকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। পুলিশের উপর হামলা ও আহত করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক পলাশ কান্তি রায় বাদী হয়ে শিবির নেতা  তোফাজ্জল হোসেন,লোকমান মেম্বার ও জুলহাস সহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০/৪০০
লোককে আসামী করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।

 

আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে, ১৬ আগষ্ট রবিবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের
কাকাইলমোড়া এলাকায় এক নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য দুই মেম্বার প্রার্থী লোকমান হোসেন ও জুলহাস এর মধ্যে বিরোধকে কেন্দ্র এ ঘটনা ঘটে। সাবেক শিবর নেতা তোফাজ্জল হোসেন ও লোকমান মেম্বার গ্রুপের সাথে জুলহাস গ্রুপের মধ্যে দুই দিনব্যাপী সংঘর্ষে,অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে ১৬ আগষ্ট রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ও ১৭ আগষ্ট সোমবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত তাদের এতান্ডব চলে।

 

রবিবার সংঘর্ষ ও বাড়িঘরে লুটপাট ও ভাংচুড় চালানোর সময় আড়াইহাজার থানা,কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ও গোপালদী পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর(তদন্ত) শওকত আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালান। ঐ সময় বিবদমান দুইপক্ষের লোকজন টেটা,বল্লম,লাঠি,রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। ঐ সময় হামলাকারীরা দুই পুলিশ সদস্য কনষ্টেবল/৮০৪ বজলুর রহমান ও কনষ্টেবল/১০০২ আসাদুজ্জামান মোল্লাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত আহত করে। ঐ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৩২ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। আহত পুলিশের ২ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৭ আগষ্ট সকাল থেকে শিবির নেতা তোফাজ্জল হোসেন,লোকমান মেম্বার পক্ষ তাদের পক্ষের একজন সংঘর্ষে নিহত হয়েছে বলে গুজব রটনা করে জুলহাস পক্ষের লোকজনদের বাড়িঘর লুটপাট করতে থাকে।

 

খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক  পুলিশ উপজেলার কাকাইলমোড়া ও বাহেরচর এলাকায় অভিযান চালান। পুলিশ সংঘর্ষ,লুটপাট ও পুলিশের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে শিবির নেতা তোফাজ্জল হোসেন,খাগকান্দা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য লোকমান হোসেন সহ ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল-সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ করিমের পুত্র ছাত্রশিবির নেতা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য লোকমান হোসেন,আবু ছিদ্দিক খোকন, শাহিন, পিয়ারিশ, মকবুল, গিয়াসউদ্দিন, মোশারফ, ইসমাইল,  আবু তাহের, হযরত, নাঈম ও জাকারিয়াকে গ্রেফতার করেছে। উল্লেখ্য দুইদিনে সংঘর্ষে অন্তত ৪০জন আহত হয় এবং অধশতাধিক বাড়িঘর ও দোকান লুট ও ভাংচুড় করা হয়। সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংঘর্ষ,লুট,ভাংচুড় ও পুলিশের উপর হামলার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনাস্থলে এখনোও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com